বহু কারণে ফুসফুসে পানি জমতে পারে। ফুসফুসে পানি জমা বা প্লুরাল ইফিউশন অসুখে আসলে ফুসফুসে পানি জমা হয় না। ফুসফুসকে যে পাতলা আবরণী বা প্লুরাল পর্দা ঘিরে রাখে, তাতেই জমা হয় ওই পানি, আর যখন ওখানে পানি জমে তখন তাকে বলে প্লুরাল ইফিউশন বা ফুসফুসে পানি জমা। তবে ফুসফুসেও পানি জমতে পারে, সেই রোগটি ইডিমা। এটা আরো জটিল একটি রোগ। যাতে কেবল সিরিঞ্জের মাধ্যমে পানি বের করা যায় না। ওষুধের মাধ্যমে এই পানিগুলো ধীরে ধীরে কমানো হয়, যা প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায়। কী কারণে পানি জমা হয়? অনেক...

